ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

উত্তর কোরিয়ার প্রতিনিধিদল দক্ষিণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২১ জানুয়ারি ২০১৮

আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে। পিইয়ংইয়ং-এর সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উত্তর কোরিয়ার ওপর সামরিক হস্তক্ষেপ চালাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব যখন উদগ্রীব হয়ে আছে, এই মুহুর্তে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার নেতৃবৃন্দের সফরকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর আগে পরমাণু ইস্যু নিয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলা উত্তেজনা প্রশমণে দুই দেশই আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকটিকে প্রথম বৈঠক হিসেবে দেখা হচ্ছে।

দেশটির অ্যাথলেটসহ অন্য খেলোয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ দেশটিতে ভ্রমণ করেছে। আজ রোববার দেশটিতে সফরে যান পিইয়ংইয়ং এর প্রতিনিধিদল। আগামী মাসের ৯ -২৫ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ শহর পিইয়ংচ্যাংয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

সুত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি