ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আফগানিস্তানে সেইভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১২, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পূর্ব আফগানিস্তানে দাতা সংস্থা সেইভ দ্য চিলড্রেনের কার্যালয়ের পাশে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

জানা গেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে গত বুধবার রাতে ওই দাতা সংস্থার অফিসের পাশে একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এদিকে হামলার পরপরই সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের সঙ্গে তাদের এখনো গোলাগুলি চলছে বলে জানা গেছে।

এদিকে সেইভ দ্য চিলড্রেন অফিসের পার্শবর্তী একটি ভবনে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। এতে ওই ভবনের বাসিন্দারা আটকা পড়েছে বলে জানিয়েছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এদিকে ইতোমধ্যে দুই সন্ত্রাসী সেইভ দ্য চিলড্রেন কার্যালয়ে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত একমাসে রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে সন্ত্রাসীদের হামলায় দেড়শতাধিক মানুষ নিহত হয়েছে।

সুত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি