ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ইয়েমেনে নৌকাডুবিতে ৩০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২৭ জানুয়ারি ২০১৮

ইয়েমেন উপকূলের আদেন এলাকায় নৌকাডুবিতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘের অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা গত শুক্রবার জানিয়েছে, গত ২৩ তারিখ আদেনের আল-বারাকা ঘাঁট থেকে ১৫২ জন সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক নিয়ে নৌকাটি যাত্রা করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, অসাধূ পাচারকারীরা তাদের পাচার করে নিয়ে যাচ্ছিল। তাঁদেরকে জিবুতির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যেই তাদেরকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থা দুটি।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের বহন করার সময় বন্ধুক যুদ্ধ চলাকালে নৌকাটি ডুবে যায়। ওই যাত্রীদের মধ্যে ১০১ ছিল ইথিওপিয়ার যাত্রী। বাকি ৫১ জন ছিলেন সোমালিয়ার যাত্রী।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি