ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

পুজদেমনের প্রার্থীতা বাতিল চান প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৪৬, ২৭ জানুয়ারি ২০১৮

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট পুজদেমনের প্রার্থীতা বাতিল করাতে সাংবিধানিক আদালতে অনুরোধ জানিয়েছেন। গত শুক্রবার তিনি সাংবিধানিক আদালতকে দেওয়া এক চিঠিতে রাজয় এই কথা বলেন।

এদিকে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কাতালোনিয়াার স্বাধীনতাপন্থীরা বিজয়ী হলে আবারও প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালন করতে প্রার্থীতা ঘোষণা করেন পুজদেমন। গত বৃহস্পতিবার স্পেনের মন্ত্রীসভার বৈঠকে পুজদেমনের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছায়। এরপরই মারিয়ানো রাজয় এ ঘোষণা দেন।

গত অক্টোবর পর্যন্ত কাতালোনিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন পুজদেমন। গত বছরের পহেলা অক্টোবর এক গণভোটে জয়ের পর স্বাধীনতা ঘোষণা করেন পুজদেমন। এরপরই স্পেনের সরকার পুজদেমন প্রশাসনকে বরখাস্থ করেন। শুধু তাই নয়, আদালত পুজদেমন সরকারের স্বাধীনতা ঘোষণাকে অবৈধ বলে রায় দেয়। এরপর দেশটি ছেড়ে পুজদেমন ও তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে আশ্রয় নেয়।

তবে পুজদেমনসহ অন্যরা বেলজিয়ামে আশ্রয় নিলেও তার সহযোগী সাবেক ভাইস-প্রেসিডেন্ট অরিওল জাঙ্কুয়ারস এখনো জেলে রয়েছেন।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি