ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঐক্যের ডাক ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি—উভয় দলের নেতা-কর্মীদের মতভেদ ভুলে গিয়ে অভিবাসন ও অবকাঠামোগত কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত নয়টায় ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ভাষণে এ কথা বলেন তিনি।

জনগণের যা প্রাপ্য, অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেই নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, দ্রুততা, এবং আধুনিক অবকাঠামো দেওয়ার বিষয়ে উভয় দলকে এক হওয়ার আহ্বান জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘এক লক্ষ্যে কাজ করতে আমাদের সব বিভেদ সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমেরিকা নির্মাতার জাতি। আমরা এক বছরে এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করেছি। নির্বাচনের পর থেকে প্রায় প্রায় ২৪ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর এর মধ্যে দুই লাখ কর্মসংস্থান শিল্প খাতে।’

ট্রাম্প জানান, নতুন সড়ক, সেতু, মহাসড়ক, নৌপথ ও রেলপথ নির্মাণ করতে দেড় ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে তার।

উন্মুক্ত সীমান্তের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, উন্মুক্ত সীমান্ত বয়ে এনেছে অস্ত্র, সন্ত্রাসী গোষ্ঠী। আর এতে প্রাণ গেছে নিরীহ মানুষের।

ট্রাম্প প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষের নিরাপত্তা তাঁর দায়িত্বের অংশ বলেও ঘোষণা দেন মার্কিন এই প্রেসিডেন্ট

সূত্র: রয়টার্স

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি