ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মুক্তি পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১১ মে ২০১৮ | আপডেট: ১১:৫৯, ১২ মে ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন মালয়েশিয়ার আলোচিত-সমালোচিত রাজনৈতিক নেতা আনোয়া ইব্রাহিম। সমকামিতার অভিযোগে দণ্ড প্রাপ্ত এই নেতাকে সাধারণ ক্ষমা দিতে রাজি হয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান পঞ্চম মুহাম্মদ।

তিন বছর আগে মালয়েশিয়ার আইনে নিষিদ্ধ সমকামিতার অভিযোগে সাজা হয়েছিল ইব্রাহিমের। সম্প্রতি দেশটির রাজনৈতিক ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির বিন মোহাম্মদ আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইব্রাহিমকে মুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইব্রাহিম মাহাথিরের একজন ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেছেন, তার রাজনৈতিক মিত্র আনোয়ার ইব্রাহিম - যিনি তিন বছর আগে সমকামিতার জন্য কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন - তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে রাজি হয়েছেন দেশটির রাজা।

মাহাথির মোহাম্মদ আরো বলেছেন, তিনি আগামি দু বছরের মধ্যে পদ ছেড়ে দেবেন এবং তখন আনোয়ার ইব্রাহিমই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ইতিমধ্যেই কারাগারে গিয়ে তার সাথে দেখা করেছেন বলে জানা গেছে।

সমকামিতার অভিযোগে এর আগেও ইব্রাহিমের কারাদণ্ড হয়েছিল। ইব্রাহিম প্রথমবার যখন জেলে গিয়েছিলেন তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন খোদ মাহাথির।

তবে আনোয়ার ইব্রাহিম বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে এবার মাহাথির মোহাম্মদের একটি নির্বাচনী অঙ্গীকারই ছিল যে তিনি আনোয়ার ইব্রাহিমকে মুক্ত করবেন। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজা আভাস দিয়েছেন যে তিনি অবিলম্বে ইব্রাহিমকে ক্ষমা করে দেবেন।

মাহাথির মোহাম্মদ বলেন – “এটা হবে সম্পূর্ণ ক্ষমা - যার অর্থ , তিনি যে শুধু ক্ষমা পাবেন তাই নয়, সঙ্গে সঙ্গেই তিনি মুক্তি পাবেন এবং তার রাজনীতি করার ওপরও কোন বাধা থাকবে না”।

আগামী দু বছরের মধ্যেই মাহাথির ক্ষমতা আনোয়ার ইবাহিমকে হস্তান্তর করবেন বললেও এখনই তাকে মন্ত্রিসভায় নেয়া হবে কিনা তা তিনি স্পষ্ট করে বলেন নি।

গত বুধবারের নির্বাচনের মধ্যে দিয়ে মালয়েশিয়ায় ছয় দশক ধরে ক্ষমতাসীন বারিসান নাসিওনাল কোয়ালিশনের পতন ঘটেছে।

মাহাথির মোহাম্মদ এবং আনোয়র ইব্রাহিম দুজনেই এক সময় এ জোটের সরকারের প্রধানমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ছিলেন।

তবে বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময়কার ব্যাপক দুর্নীতির অভিযোগ ৯২ বছর বয়েসে মাহাথির মোহাম্মদকে অবসর থেকে আবার রাজনীতিতে ফিরিয়ে এনেছে।

নির্বাচনে পরাজিত জোটের কয়েক জন নেতা পরিবর্তনের ডাক দিয়ে বলেছেন, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ করা উচিত। তবে নাজিব রাজাকের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির মামলা হয়েছে।

সূত্র: বিবিসি

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি