ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

মহাকাশে চীনের নতুন দুইটি স্যাটেলাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২ জুন ২০১৮

পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছে চীনের দুইটি নতুন স্যাটেলাইট। একটি স্যাটেলাইট পৃথিবী পর্যবেক্ষণের জন্য এবং অপরটি বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রেরণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেন।

মহাকাশের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করা প্রথম স্যাটেলাইটটির নাম ‘গাওফেন-৬’। ‘লং মার্চ-২ডি’ নামক রকেটে করে স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে গাওফেন-৬। চীনের উত্তর পশ্চিমে অবস্থিত জিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রকেটটি উড্ডয়ন করা হয়। দেশটির কৃষি সম্পদের গবেষণা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করবে এই স্যাটেলাইট।

অপরদিকে একই সময়ে লউজা-১ নামের আরেকটি স্যাটেলাইট পাঠানো হয় মহাকাশে। বৈজ্ঞানিক গবেষণায় কাজ করবে এই স্যাটেলাইটটি।

এই স্যাটেলাইট ও রকেটগুলো নির্মাণ করেছে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন। চীনের লং মার্চ রকেট সিরিজের এটি ২৭৬তম উতক্ষেপণ।

তথ্যসূত্র: সিনহুয়া।

//এসএইচএস// এসএইচ/ 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি