ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চীনে নতুন বুলেট ট্রেইন চালু ১ জুলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২ জুন ২০১৮

আগামী ১ জুলাই থেকে চীনে চালু হতে যাচ্ছে দীর্ঘ ফুক্সিং বুলেট ট্রেন। চায়না রেলওয়ে সাংহাই গ্রুপ গত বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয়।

চীনে আগে থেকেও বুলেট ট্রেন থাকলেও এই বুলেট ট্রেন আগেরটি থেকে আকারে দ্বিগুণ। আগের বুলেট ট্রেনগুলোতে ৮টি করে বগি থাকলেও নতুন এই ফুক্সিং ট্রেনটিতে থাকছে মোট ১৬টি বগি। এটির দৈর্ঘ্য ৪১৫ মিটার। ট্রেনটি ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে একসাথে এক হাজার ১৯৩ জন যাত্রী পরিবহনে সক্ষম।

চীনে বিভিন্ন উৎসবে যখন রেলের ওপর চাপ পড়ে, তখন ৮টি বগির দুইটি বুলেট ট্রেন একসাথে সংযুক্ত করা হয়। তবে এতে যাত্রী ধারণ ক্ষমতা কমে যায়। যে কারণে চীন দীর্ঘ আকৃতির এই বুলেট ট্রেনটি নির্মাণের প্রকল্প হাতে নেয়।

নতুন এই ফুক্সিং বুলেট ট্রেনের ফলে লোকমোটিভ দিয়ে আর দুইটি ট্রেন সংযুক্ত করা লাগবে না। পাশাপাশি একই সময়ে পরিবহণযোগ্য যাত্রীর ধারণ ক্ষমতাও বাড়বে বলে জানায় চীনের রেল সংস্থাটি।

সূত্রঃ পিপলস চায়না

//এস এইচ এস//আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি