ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

শিকাগোতে গোলাগুলিতে নিহত ৫, গুলিবিদ্ধ ৪৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৬ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৪৪ জন। এদিকে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ১০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩০ জন গুলিবিদ্ধ হন, নিহত হন ২ জন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে চলতি বছর বন্দুক নিয়ে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। শিকাগো পুলিশের প্যাট্রোল ডিভিশনের প্রধান ফ্রেড ওয়ালের জানিয়েছেন, এলোপাতাড়িভাবে এবং নির্দিষ্ট লক্ষ্যে রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর জড়ো হওয়া একটি দলের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে সহিংসতার ঘটনা ঘটেছে। এদিকে গত রোববারের গোলাগুলির ঘটনার পূর্বেও ওই এলাকায় আরও ছয়টি গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জনের গুলিবিদ্ধ হন।

এদিকে শিগাকে শহরে গত বছরের তুলনায় ৩০ শতাংশ গুলির ঘটনা ঘটে গেছে। এ ছাড়া মৃতের সংখ্যা বেড়েছে আরও ২৫ শতাংশ। দেশটিতে কেবল জুন মাসেই ১৫টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২১ জন গুলিবিদ্ধ হন, নিহত হন ২ জন।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি