ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ভারতে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:২৯, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। রাজ্যটির ইদুকি, মালাপুরাম, কোজহিকোদ, ওয়াইয়ানাদ ওআর্নাকুলাম জেলা থেকে এসব মৃত্যুর খবর জানানো হয়।

আজ শুক্রবার সে দেশের গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আরো চারজনের মৃত্যুর খবর জানানো হয়। এতে রাজ্যটিতে প্রবল বর্ষণজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো। এসব জেলায় এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে।

তিনি আরো জানান, এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যটিতে সৈন্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্যোগের কারণে রাজ্যের অধিকাংশ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য,গত মাসেও কেরালা রাজ্যে বৃষ্টিপাতজনিত কারণে ৪০ জনের বেশী লোক প্রাণ হারায়।

সূত্র বাসস,


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি