ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

নিলামে বিক্রি দাউদ ইব্রাহিমের বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ১০ আগস্ট ২০১৮

ভারতের মাফিয়া জগতের ডন ও মুম্বাই হামলার মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিমের বাড়ি নিলামে বিক্রি হয়েছে। সাড়ে তিন কোটি রুপিতে বাড়িটি কিনে নিয়েছেন সেইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট (এসবিইউটি) নামক একটি সংস্থা।

বৃহস্পতিবার স্মাগলিং অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্টের অধীনে ভারতের অর্থ মন্ত্রণালয় এ বাড়িটির নিলাম ডাকে। এবারের নিলামে ওঠা বাড়িটির নাম মাসুল্লা বিল্ডিং। এটি দক্ষিণ মুম্বাইয়ে ডোঙ্গরি এলাকায় অবস্থিত। এখানেই থাকতেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। আগে দাউদের মায়ের নামানুসারে বাড়িটির নাম ছিল আমিনা ম্যানসন।

সূত্রমতে, দক্ষিণ মুম্বাইয়ের ডোঙ্গরিতে রি-ডেভেলপমেন্টের একটি প্রোজেক্টে কাজ চলছে ট্রাস্টিটির। আর সে কারণেই এবার সাড়ে তিন কোটি টাকায় তারা দাউদের এ জরাজীর্ণ বাড়িটি কিনে নেয়। সেইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িটি। সে জন্যই তাদের রি-ডেভেলপমেন্ট প্রোজেক্টের আওতায় বাড়িটা কেনা হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি