ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি কলম্বিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুকো দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে এই ঘোষণা আসলো।বুধবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ কথা জানা যায়।

৩ আগস্টের ওই চিঠিতে বলা হয়, ‘আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কলম্বিয়া সরকারের পক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য জাতিসংঘের ৭০ শতাংশের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশে হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি