ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘ওদের আছে ডলার, আমাদের আল্লাহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘যুক্তরাষ্ট্র যদি মনে করে, কেবল ডলার তাদের রক্ষা করবে, তাহলে তাদের মনে রাখতে হবে, আমাদের রক্ষা করার জন্য আছেন স্বয়ং আল্লাহ। আছেন দেশের জনগণ।’ ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তুরস্কের ইস্পাত ও এ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এ মন্তব্য করেন এরদোয়ান।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি `একলা চলার এবং সম্মান না দেখানোর` পথ ত্যাগ না করে তাহলে তুরস্ক নতুন বন্ধু ও মিত্র খুঁজে নেবে। এরদোগান আরো বলেন, সন্ত্রাসের অভিযোগে তুরস্কে বিচারাধীন মার্কিন ধর্মযাজক এ্যান্ডু ব্রানসনের ব্যাপারে বিচারের প্রক্রিয়া শেষ হবার অপেক্ষা না করেই ওয়াশিংটন পাল্টা ব্যবস্থা নিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি