ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

ইরাকে গণহত্যার দায়ে ১৪ জনের মৃ্ত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরাকি বিমান বাহিনীর শত শত সদস্যকে হত্যার দায়ে জঙ্গিগোষ্ঠী দায়েস এর ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আজ রোববার এক বিবৃতিতে দেশটির গণহত্যা সংক্রান্ত সরকারি কমিটির প্রধান মঈন আল কাজেমি বলেন, বিমান বাহিনীর সদস্য হত্যার দায়ে মূল আসামি হিসেবে ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরাকের সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিচার করা হয়েছে। তবে অপরাধীরা আপিলের সুযোগ পাবে বলে জানিয়েছেন মঈন। এদিকে হত্যার শিকার ওই বিমান বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে।

২০১৪ সালে ইরাকের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকা দখলে নেয় দায়েস যোদ্ধারা। ওই সময় তারা বিমান বাহিনীর ১৭ হাজার ক্যাডেটকে হত্যা করে। ভিডিও ফুটেজে ওই গণহত্যার বিষয়টি বারবার দেখানো হয়েছে সন্ত্রাসী ওয়েবসাইটগুলোতে।

টিকরিতের গণকবর থেকে অন্তত ১ হাজার জনের মৃতুদেহ উদ্ধার করে দেশটির সরকার। ওই সময় সরকার প্রধান জানায়, ওই গণহত্যায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি