ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইরানের নতুন যুদ্ধবিমান ‘কাওসার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নিজ দেশে তৈরি নতুন যুদ্ধবিমান অবমুক্ত করেছে ইরান। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে বিমানটিকে প্রথম জনসমক্ষে আনা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নতুন এই বিমান অবমুক্তের খবরটি নিশ্চিত করে। নতুন এই বিমানটির নাম রাখা হয়েছে কাওসার।

এর আগে গত ১৮ আগস্ট শনিবার ইরানী বাহিনীতে এই বিমানটি যুক্ত হওয়ার বিষয়ে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতিমি।

বিমানটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা না গেলেও, সম্পূর্ণভাবে ইরানে তৈরি বিমানটি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম বলে দাবি ইরানের।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি