ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইসরায়েলের প্রশংসায় সৌদি মন্ত্রীর সমালোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরবের ইসলামবিষয়কমন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেইখের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রয়েছে। মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় তারা বিরুদ্ধে এ সমালোচনা শুরু হয়েছে।  

সম্প্রতি ওই সৌদি মন্ত্রী ইসরাইলের প্রশংসা করতে গিয়ে লেখেন, অন্যান্য মুসলিম দেশের তুলনায় ইসরায়েল ভালো। কারণ তারা তাদের মুসলিম নাগরিকদের হজ পালনে বাধা দেয়নি।

এ সময় তিনি ইহুদিবাদী ইসরায়লকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। কিন্তু তিনি একবারের জন্যও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়লের অব্যাহত হত্যা-নির্যাতন ও দখলদারিত্বের কথা বলেননি।

তার বক্তব্যের পর আন্তর্জাতিক সংস্থা `রেসিসটেন্ট স্কলার্স ইউনিয়ন`-এর মহাসচিব শেইখ মাহের হামুদ বলেছেন, সৌদি মন্ত্রী ইসরায়েলের পক্ষে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয়। এটা কখনই মেনে নেওয়া যায় না।

বর্ণবাদী ইসরায়লের সঙ্গে সৌদি আরব যে সম্পর্ক করতে যাচ্ছে এটা এখন প্রায় গোটা বিশ্বই বুঝতে পারছেন বলে জানান তিনি।

এদিকে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম সৌদি মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত বিপজ্জনক এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

তবে ইহুদিবাদী ইসরায়লের পররাষ্ট্রমন্ত্রী সৌদি মন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে টুইটারে বিবৃতি দিয়েছেন।

 সূত্র: পার্সটুডে।

এমএইচ/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি