ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সৌদি জোটের হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ২৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২ শিশু ও চার নারী রয়েছে। গত বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী হোদাইদাহ শহর থেকে ২০ কিলোমিটার দূরে আদ দুরায়হিমি এলাকায় এ হামলা চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহীরা একই এলাকায় প্রথমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের সুন্নি মতাবলম্বী মিত্ররা ইয়েমেনে তিন বছর ধরে যুদ্ধ করছে। এতে সমর্থন জানিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। হুতিদের সমর্থনে রয়েছে ইরান সরকার।

ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তরাঞ্চল হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সৌদি সমর্থিত সরকারকে ২০১৪ সালে দেশ থেকে বিতাড়িত করে। এদিকে, কয়েক বছরের যুদ্ধের ফলে দুর্ভিক্ষ চলছে। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে। যুদ্ধে মারা গেছে হাজার হাজার মানুষ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি