ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কারাদণ্ডের মেয়াদ আরও বাড়লো দক্ষিণ-কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিয়েন হাইকে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে দুর্নীতি ও সহিংসতার অভিযোগে তাকে ২৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

ক্ষমতা অপব্যবহার করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৬ সালের এপ্রিলে তাকে ২৪ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে মামলার প্রসিকিউটররা তার শাস্তি বাড়িয়ে ৩০ বছর করার জন্য আবেদন জানিয়েছিলেন।

চো সোন সিল নামের এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের জেরেই তার এই শাস্তি হয়েছে। চো সোন সিলেরও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার তাকে এই শাস্তি দেওয়া হয়।

সূত্র: বিবিস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি