ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘সামান্য ভুলে তেল আবিব মাটির সঙ্গে মিশে যাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের ব্যাপারে সামান্যতম ভুল করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলকে অনুতপ্ত হতে হবে বলে জানিয়েছেন তেহরানের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোবাহ্‌হেদি কেরমানি।

আজ শুক্রবার জুমার নামাজের খুতবায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় তিনি হাজার হাজার ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব মাটির সঙ্গে মিশে যাবে বলেও উল্লেখ করেন।

সম্প্রতি দেওয়া ইরানের সর্বোচ্চ নেতার এক ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ হবে না; কারণ আমেরিকা ভালো করে জানে যুদ্ধ হলে তারা নিশ্চিত ক্ষতির শিকার হবে। ইরানের প্রতিরক্ষা শক্তির কথা বিবেচনা করে তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন।

খতিব বলেন, পরমাণু সমঝোতার ক্ষেত্রে আমেরিকা প্রমাণ করেছে তার ওপর আস্থা রাখা বা তার সঙ্গে আলোচনায় বসা যায় না।  আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে ইরানের ইসলামি শাসনব্যবস্থার ক্ষতি করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

ইরানের জনগণ তাদের দেশকে রক্ষা করাসহ ইসলামি শাসনব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে কাজ করবেও বলে জানান তিনি।

 সূত্র: পার্সটুডে

 এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি