ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৫৫৫ জনে পৌঁছেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বকে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। ভূমিকম্পে আহত হয়েছে প্রায় এক হাজার ৫০০  জন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। শুক্রবার দেশটির দুর্যোগ সংস্থা এ কথা জানায়।

আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের পরেই অবকাশ যাপনের দ্বিতীয় মনোরম দ্বীপ লম্বকে গত ২৯ জুলাই এবং ৫ আগস্ট মারাত্মক দুটি ভূমিকম্প আঘাত হানে। গত রোববার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পরে আরও কয়েক’শ বার ভূ-কম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা শুক্রবার জানায়, বেশিরভাগ প্রাণহানি হয়েছে লম্বকের উত্তরাঞ্চলে। এছাড়া পাশের সুমবাওয়া দ্বীপেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে।

ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় অধিকাংশ প্রাণহানী হয়েছে। দ্বীপটিতে বাড়িঘর সব ধসে পড়ায়বাসিন্দারা রাস্তায় অবস্থান নিয়েছে। সংস্থাটি জানায় প্রায় ৩ লাখ ৯০ হাজারের মত বাসিন্দা ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছে। (সূত্রঃ বাসস)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি