ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইরানে ভূমিকম্প: নিহত ২, আহত ২৪১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে দুই শতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় ভোররাত পৌনে ৩টার দিকে ইরানের কারমানশাহ প্রদেশের জাভানরুদ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। গত বছর এই এলাকার কাছেই শক্তিশালী এক ভূমিকম্পে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

কারমানশাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস`র জরুরি বিভাগের প্রধান সায়েব শারিদারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তারা দু`জনের মৃত্যুর খবর পেয়েছেন। এছাড়া অন্তত ২৪১ জন আহত হয়েছে যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি