ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২৬ আগস্ট ২০১৮

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এবার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। একে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এক নতুন মাত্রা হিসেবে দেখছেন রাজনৈতিক পর‌্যবেক্ষকরা।

অষ্ট্রেলিয়ার রাজনীতিতে কিছুদিন ধরেই ঝড় বয়ে যাচ্ছে। দলীয় বিদ্রোহের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তার স্থানে এসেছেন স্কট মরিসন।

দলের ভেতরে ভোটাভুটিতে হেরে ক্ষমতা হারান ম্যালকম টার্নবুল। দলের ভিতরে যখন এমন অবস্থা তখন পদত্যাগের কথা জানিয়েছেন জুলি বিশপ। তিনি রোববার একটি বিবৃতি দিয়েছেন। তাতে পদত্যাগের এই কথা জানিয়েছেন।

তবে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও তিনি এমপি হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন। বিবৃতিতে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি মন্ত্রীপরিষদে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আমি পদত্যাগ করছি।

জুলি বিশপ এ পদে আছেন ২০১৩ সাল থেকে। জুলি বিশপ বলেছেন, ২০১৯ সালে সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

সূত্র: বিবিসি

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি