ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

রাশিয়ান রোগীর পেটে ফুটবল মাপের টিউমার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২৭ আগস্ট ২০১৮

এমিলের ফুসফুসের পাশে ডানদিকে ছিল টিউমার। টিউমারের কারণে এমিল ভালো করে শ্বাস নিতে পারছিলেন না। রাশিয়ান রোগীর পেটে ফুটবল মাপের টিউমার, বের করলেন বাঙালি চিকিৎসক।  

পেটের ব্যথায় নাজেহাল হয়ে গিয়েছিলেন ৩৯ বছরের রাশিয়ান যুবক এমিল আবদুল্লায়েভ। শ্বাসকষ্ট ও অন্যান্য অস্বস্তিও ছিল। বারে বারে ডাক্তার পরীক্ষা করেছিল।

অবশেষে তাঁর পেটে শল্য চিকিৎসা করে বের করে আনা হল একটা অতিকায় টিউমার। টিউমারের সাইজ ফুটবলটি দেখলে চমকে উঠতেই হয়।  

এক ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, দিল্লির এক বেসরকারি হাসপাতালে এই যুবকের চিকিৎসা করেন নামী শল্য চিকিৎসক সব্যসাচী বল। তিনিই সম্পন্ন করেন এই কঠিন ও জটিল অপারেশন। তিনি ওই হাসপাতালের থোরাসিক অঙ্কো সার্জারি বিভাগের ডিরেক্টর।

জানা গেছে, অপারেশনের পরে টিউমারটির চেহারা দেখে চিকিৎসকরা অবাক হয়ে যান। প্রায় ৩.২ কেজি ওজনের সেই টিউমারটির আকৃতি প্রায় একটি ফুটবলের মতো। টিউমারটির অবস্থান ছিল এমিলের ডানদিকের ফুসফুসের পাশেই।

টিউমারের কারণে এমিল ভালো ভাবে শ্বাস নিতে পারছিলেন না। অবশেষে বাঙালি চিকিৎসক ও তাঁর দলবলের প্রচেষ্টায় বিপন্মুক্তি ঘটল তাঁর।

চিকিৎসক সব্যসাচী বল জানিয়েছেন, এই কেসটি ছিল দারুণ চ্যালেঞ্জিং। টিউমারটির এমন অস্বাভাবিক বৃদ্ধি তাঁদের চিন্তিত রেখেছিল। (সূত্রঃ এবেলা)

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি