ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আগে নিজেকে বদলাও, পরে দেশ : ইমরানকে সাবেক স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তী থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সমালোচনা যেন পিছু ছাড়ছে না। এবার সাবেক স্ত্রী রেহাম খান তার সমালোচনা মুখর হয়েছেন। ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেছেন, আগে নিজেকে বদলাও, পরে দেশকে বদলানোর কথা ভেবো। যা প্রচার করো তা আগে নিজে অনুশীলন করো। আগে নিজে সৎ হও।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক গার্ডিয়ানকে এসব কথা বলেন এই সুদর্শনী।

রেহামের সঙ্গে বিশ্বকাপ জয়ী পাক ক্রিকেট অধিনায়কের বিয়ে হয় ২০১৫ সালে। ১০ মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে রেহাম তাঁর সম্প্রতি প্রকাশ হওয়া বইয়ে অত্যন্ত কড়া ভাষায় সাবেক স্বামীর সমালোচনা করেছেন। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন। ইমরানকে বহুগামী বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ব্যাক্তিগত জীবনে তিন তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী সাংবাদিক জেমিমা রহমান। পরে বিয়ে করেন পাকিস্তান বংশোদ্ভূত লিবিয়ার সুন্দরী রেহাম খানকে। গত বছর বিয়ে করেন বুশরা মানেকাকে।

সূত্র : দ্য গার্ডিয়ান

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি