ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় নতুন ধরণের মন্ত্রীসভা গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় নিজ দলে বিদ্রোহের জের ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আলোড়ন তোলেন নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে মন্ত্রীসভায় রদবদলসহ মন্ত্রিসভার গঠনেও পরিবর্তন আনেন মরিসন।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা দুতোন তার মন্ত্রণালয়েই থাকবেন। তবে এই মন্ত্রীর দপ্তর থেকে অভিবাসন সংক্রান্ত দায়িত্ব সরিয়ে নিয়ে তার ক্ষমতা কমানো হবে। অভিবাসন নামক আলাদা একটি মন্ত্রণালয়ও গঠন করেছেন মরিসনঅ। ডেভিড কোলম্যানকে অভিবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যারিস প্যাইনে জুলি বিশপের স্থলাভিষিক্ত হবেন। এর আগে ম্যারিস সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের অধীনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিশপ দলের শীর্ষ নেতৃত্বের জন্য মরিসন ও ডুটোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু প্রথম দফার ভোটাভুটিতে তিনি ছিটকে পড়েন। বিশপ দলের উপনেতা হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেন। তিনি রবিবার পদত্যাগের ঘোষণা দেন। সাবেক প্রতিরক্ষা শিল্পমন্ত্রী ক্রিস্টোফার পাইনেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি