ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরাকের আনবার প্রদেশের কায়েম জেলার একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, কায়েম জেলার ওই নিরাপত্তা চৌকিতে একটি গাড়ি বোমা হামলা চালায় হামলাকারীরা। ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব পালন করছিলেন ইরাক ও শিয়া মিলিশিয়াদের যৌথ বাহিনী।

শহরের মেয়র আহমেদ আল মেহলাই জানিয়েছেন, হামলায় ৫ মিলিশিয়া সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে, হামলায় অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে, যাদের ১৫ জনই মিলিশিয়া দলের সদস্য। প্রাথমিকভাবে কোনো দলই হামলার দায় স্বীকার করেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালায়।

সূত্র: আলজাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি