ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আইসিসির উদ্যোগে রোহিঙ্গারা বিচার পাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গা বিতাড়ন ও নির্যাতন ইস্যুতে বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির নেই বলে দাবি করেছে মিয়ানমার। দেশটি বলছে- ব্যক্তিগত দুর্দশার বর্ণনা তুলে ধরে আদালতকে প্রভাবিত করা হয়েছে। তবে, আইসিসির উদ্যোগে রোহিঙ্গারা বিচার পাবে বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত বছরের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাদের বর্বরতা ভয়াবহ আকার ধারণ করে। হত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগের মুখে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি মানুষ।

জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা মানবতাবিরোধী এই অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় সবশেষ নেদারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি অভিযুক্তদের বিচারের তাগিদ দেয়।

আইসিসি বলছে- মিয়ানমার তাদের সদস্য না হলেও, পালিয়ে যাওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী আন্তর্জাতিক সীমানায় আশ্রয় নিয়েছে। এছাড়া আশ্রয়দানকারী বাংলাদেশ আইসিসির সদস্য। এজন্য অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে হবে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সমর্থন জানিয়েছে। কিন্তু মিয়ানমার বলছে, তাদের বিচারের এখতিয়ার আইসিসির নেই। কারণ তারা সংস্থাটির সদস্য নয়। মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের দফতর থেকে বলা হয়েছে- আন্তর্জাতিক অপরাধ আদালতের বক্তব্য ত্র“টিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরও আগস্টে আইসিসিকে সহযোগিতা না করার কথা জানায়।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রোহিঙ্গা গণহত্যার দায়ে সম্প্রতি দেশটির সেনাপ্রধানসহ ৬ শীর্ষ জেনারলেকে দোষী সাব্যস্ত করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি