ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ইদলিবে শান্তিরক্ষী চায় তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিব প্রদেশে এবার শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন চায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন সিরিয়ার ইদলিবে আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতা প্রয়োজন রয়েছে জানিয়ে বলেন, `আমাদের প্রস্তাব এখনো আছে, আসুন সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ করি` সবাই মিলে সন্ত্রাসীদের উৎখাত করি।

মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রোমানিয়া ও পোলিশদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বেসামরিক হতাহতের প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আগামীতে রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ অন্যান্য অংশীদারদের নিয়ে সিরিয়ায় একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে তাদের কণ্ঠে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই। যাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা যায়। ওই এলাকায় ২৯ লাখের মতো মানুষ বিরাধী এলাকায় বসবাস করছে। যার মধ্যে ইদলিব প্রদেশ, লাতাকিয়া, হামা ও আলেপ্পোর নিকটবর্তী ছোট অংশ। যাদের মধ্যে অর্ধেকের মতো সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি