ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদিতে ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিলেন ইমরান খান। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। কৌশলগত মিত্র হিসেবে সৌদি আরবের সাথে পাকিস্তানের সুসম্পর্ক অনেকদিনের।  

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক এক মাসের মাথায় বিদেশ সফরে গেলেন ইমরান খান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সৌদি আরবের সাহায্য চাইবেন তিনি। সৌদি আরবের কাছে বড় ধরণের অর্থ সহায়তা চাইবেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সফরে ইমরান খানের সাথে আছে অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি।

সফরে সৌদি বাদশাহ সালমানের সাথে বৈঠকে বসবেন ইমরান খান। এছাড়াও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে ইমরানের।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি