ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

দ্বি-রাষ্ট্রিক সমাধানে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চান ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

দ্বি-রাষ্ট্রিক সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে মধ্য প্রাচ্যে শান্তি আনতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা জানান।  

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ওই দ্বিপাক্ষিক বৈঠকে আগামী দুই অথবা তিন মাসের মধ্যে একটি শান্তি প্রক্রিয়া প্রকাশ করবেন বলে জানান ট্রাম্প। এক্ষেত্রে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি।

এদিকে নেতানিয়াহু বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই বেসামরিক রাষ্ট্র হতে হবে এবং এটা ইসরায়েল দ্বারা স্বীকৃত হতে হবে।   

এসময় ট্রাম্প বলেন, ইসরাইল ও ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় যদি একটি রাষ্ট্র গঠন করতে চায় তাহলে সেটাই হবে। অথবা তারা যদি দুটি রাষ্ট্র চায় তাহলে সেটাই হবে। তারা যেভাবে সুখে থাকতে চায় আমি সেভাবেই করব।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি