ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

পেরুতে হিটলার-লেনিনের লড়াই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৭ সেপ্টেম্বর ২০১৮

পেরুর একটি শহরের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিহাসের দুই বিখ্যাত ব্যক্তির নামধারী দু’জন৷ রুশ বিপ্লবের নায়ক লেনিনের নামধারীর সঙ্গে ভোটে জিততে হিটলার নামের প্রার্থী বলছেন, তিনি ‘ভালো হিটলার’৷

মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন হিটলার আলবা৷ নির্বাচনী প্রচারে ‘ভুয়েলভে এল মেজর’ (সেরা প্রত্যাবর্তন) স্লোগানের মধ্য দিয়ে ইউনগার শহরে সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি৷ ৭ অক্টোবর সেখানে ভোট হবে৷

হিটলার আরপিপি গণমাধ্যমকে বলেন, ‘আমি সব সময় ভালো এবং লোকজনও আমাকে চেনে৷ আমি ভালো হিটলার৷’

মধ্যপন্থি সমোস পেরু পার্টি থেকে লড়ছেন হিটলার আলবা৷ তিন হাজার বাসিন্দার এই পৌরসভায় ২০১১ থেকে ২০১৪ মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি৷ সম্প্রতি পাশের জেলার বাসিন্দা লেনিন ভ্লাদিমির রদ্রিগেজ ভারভারদে তাকে চ্যালেঞ্জ করেন৷

নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের নামে নাম হলেও তিনি ওই মনোভাবের নন বলে জানান হিটলার আলবা৷

তিনি জানান, ইতিহাস জানার পর তিনি নাম পালটানোর চিন্তা করেছিলেন৷ কিন্তু হিটলার নামে সবাই তাকে চেনে বলে তা আর করেননি৷

এছাড়া তা করা হলে বাবা-মায়ের ইচ্ছার প্রতি অসম্মান দেখানো হতো বলেও মনে করেন তিনি৷   

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি