ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাসায়নিক অস্ত্রের পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:৫৮, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের কোনও ধরনের পরীক্ষা-নিরীক্ষা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন রাশিয়ার পরমাণু, জীবাণু ও রাসায়নিক অস্ত্র প্রতিরোধ বিষয়ক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ইগোর কিরিল্লোভ।

জর্জিয়ায় জীবাণু ও রাসায়নিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয় নিয়ে রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কিরিল্লোভ বলেন, জর্জিয়ার অ্যালেক্সেইয়েভকা উপশহরের একটি পাবলিক হেলথ রিসার্চ সেন্টারে রাসায়নিক অস্ত্রের একটি গোপন ল্যাবরেটরি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘এ ধরনের ভয়ঙ্কর অস্ত্র কেন হেলথ রিসার্চ সেন্টারে রাখা হবে? আমরা এ ব্যাপারে জর্জিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাই।’

রুশ জেনারেল বলেন, ওই হেলথ সেন্টারে চিকিৎসা নেওয়া বেশ কয়েকজন রোগী সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করতে দেখেছেন।

তিনি আরও বলেন, মার্কিন সেনারা হয়ত হালকা ক্ষমতাসম্পন্ন এমন কিছু বিষাক্ত ক্যাপসুল তৈরির চেষ্টা করছে যেগুলোর ধ্বংস ক্ষমতা কম হলেও সুনির্দিষ্ট লক্ষ্যকে ঘায়েল করা সম্ভব।

সূত্র: পার্সটুডে

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি