ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ইন্টাপোল প্রধান নিখোঁজের তদন্ত শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্স।

গত ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হওয়া ইন্টারপোল প্রধানের পরিবার থেকে ঘটনার সত্যতা নিশ্চিতের পর গতকাল শুক্রবার থেকে ফ্রান্স তদন্ত শুরু করে দিয়েছে।

সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে নিজ দেশে চীনে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর ইন্টারপোল প্রধানের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে হুমকির শিকার হয়েছেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফ্রান্স বলছে, ইন্টারপোল প্রধানের নিখোঁজ হওয়ার ঘটনাটি সত্যিই দু:খজনক। তার পরিবারকে যে হুমকি দেওয়া হয়েছে তাতেও উদ্বেগ প্রকাশ করে দেশটি।

উল্লেখ্য, ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা মেং হংওয়েই।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি