ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যেদেশে সমকামিতার শাস্তি গণধর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সমকামিতার শাস্তি ধর্ষণ! কী শুনে অবাক হচ্ছেন? ঘটনা কিন্তু সত্যি। পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে নারী সমকামীদের ডাইনি মনে করা হয়। তাদের শাস্তি হচ্ছে গণধর্ষণ।     

ক্যামেরুনে বহু সমকামী নারী-পুরুষ নির্যাতনের শিকার হলেও সবাই নিজেদের নির্যাতিত হওয়ার কথা জানাতে ভয় পায়৷ তবে ভিভিয়ানে ও ফেদেরিকে এখন অন্য দেশে অবস্থান করায় পাশবিক নির্যাতনের শিকার হওয়ার সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন৷

লেসবিয়ান হওয়ার কারণে ভিভিয়ানেকে ডাইনি আখ্যা দিয়েছিল সেখানকার গির্জা৷ ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে কেবল গির্জায় নয়, তার স্কুলেও শুনতে হয়েছে, ‘সমকামী হওয়া কেবল পাপ নয়, এর মানে হলো কোনো খারাপ আত্মা তোমার উপর ভর করেছে৷’

ফেদেরিকের ঘটনাও অনেকটা একই রকম৷  ২০১৬ সালে তিনি যখন কর্মস্থল থেকে কাজ শেষে ফিরছিলেন, তখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করা হয় তাকে৷ ধর্ষণকারীরা বলছিল, সমকামিতার জন্যই এ শাস্তি দেওয়া হলো হয়েছে তাকে৷ 

এদিকে ২০১৭ সালের আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স অ্যান্ড ইন্টারসেক্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদনে দেখা যায়, আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ৩৩টিতে সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হয়৷

সমকামী প্রমাণ হলে ক্যামেরুনে পাঁচ বছর কারাভোগ করতে হয়৷ দেশটিতে গত বছর সমকামীদের উপর ৬০০টি হামলার ঘটনা ঘটেছে৷ প্রতি ৫ জন সমকামী নারীর মধ্যে একজন এবং প্রতি ১০ জন সমকামী পুরুষের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে৷

তথ্যসূত্রে: ডয়েচে ভেলে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি