ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ড্রোন দিয়ে ধর্ষণকারীর সন্ধান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী সে দেশের জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন যে, সে অচেনা একটি জায়গায় একজন ব্যক্তির সঙ্গে রয়েছে এবং ওই ব্যক্তি একটু আগেই তাকে ধর্ষণ করেছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি ড্রোনের সাহায্যে তাকে খুঁজে বের করে এবং ওই সন্দেহভাজন ধর্ষণকারীকে আটক করেছ।

গতকাল শনিবার সকালের দিকে পুলিশের কাছে ৯৯৯ নম্বরে ফোন করে জানায়, সে বোস্টনের কোনও এক জায়গায় ওই ব্যক্তির সঙ্গে রয়েছেন।

সেখানকার বর্ণনা শুনে পুলিশ ধারণা করে, সেটি একটি কারখানা এলাকা হবে। এরপর কর্মকর্তারা থার্মাল ক্যামেরা (যে ক্যামেরা তাপ সনাক্ত করতে পারে) বসানো একটি ড্রোন পাঠিয়ে তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা করে।

এরপর তাদের দেখতে পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। `ধর্ষণকারী` সন্দেহে ৩০ বছরের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

লিঙ্কনশায়ার পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর এড ডেল্ডারফিল্ড বলছেন, পুলিশ কর্মকর্তাদের গাড়িতেই তাপ সনাক্তকারী ক্যামেরা বসানো ওই ড্রোনটি ছিল।

সেটি আকাশে ওঠার পর দুইজন মানুষের তাপমাত্রার উৎস সনাক্ত করে এবং ব্রাউন সড়কের কাছে ওই মেয়েটি এবং সন্দেহভাজন হামলাকারীর অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য যোগায়।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি