ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাশিয়া যাচ্ছেন যুদ্ধবাজ নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার কারণে রাশিয়া সফরের কথা ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার দখলদার ইসরাইলের মন্ত্রিসভায় তিনি রাশিয়া সফরের কথা ঘোষণা দেন। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ ও স্থান উল্লেখ করেন নি।

সিরিয়ার আকাশে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংসের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে নেতানিয়াহু এ ঘোষণা দিলেন। 

এর আগেও নেতানিয়াহু ইসলামি প্রজাতন্ত্র ও হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাত দেখিয়ে সিরিয়ায় হামলার বৈধতা আদায়ের জন্য বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।

কিন্তু গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান বাহিনীর তৎপরতার কারণে রুশ গোয়েন্দা বিমান আইএল-২০ ধ্বংস হওয়ার পর পুতিন ক্ষুব্ধ হয়েছেন এবং সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার নির্দেশ দেন।

এরইমধ্যে রাশিয়া এস-৩০০ সরবরাহের কাজ শেষ করেছে এবং সিরিয়ার আকাশকে আরো বেশি নিরাপদ করার জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়াকে যাতে হামলা করতে না পারে সেজন্য রাশিয়া ইসরাইলি বিমানের ক্ষেত্রে ইলেক্ট্রনিক জ্যামার ব্যবহার করবে।

সূত্র : পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি