ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বে ডানপন্থী বোলসোনারোর জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৮ অক্টোবর ২০১৮

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বে জয় পেয়েছেন চরম ডানপন্থী নেতা জাইর বোলসোনারো। তিনি পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।

অন্যদিকে তার প্রতিদ্বন্ধী বামপন্থী ওয়ার্কার্স পার্টি নেতা ফার্নান্দো হাদ্দাদ পেয়েছেন ২৮ শতাংশ ভোট।

প্রথম পর্বে জিতলেও বোলসোনারোকে দ্বিতীয় দফায় ২৮ অক্টোবর হাদ্দাদের বিরুদ্ধে লড়তে হবে। কেননা প্রথম পর্বের নির্বাচনে বোলসোনারো ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

গতকাল রোববার প্রথম দফায় নির্বাচনে বিজীয় হওয়ার পর বোলসোনারো বলেছেন, ২৮ তারিখের নির্বাচনে তিনিই বিজয়ী হবেন।

বড় ধরণের কোনও দূর্ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে ভোটের আগে নির্বাচনী প্রচারে তিনি বলেন, তিনি কঠোর হাতে সন্ত্রাস দমন করবেন। দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি দেবেন। তিনি বন্দুকের লাইসেন্স দেওয়ার আইন শিথিল করার পক্ষে।

 

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি