ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

স্বাধীনতার দাবিতে স্কটল্যান্ডে ফের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩৬, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের দাবিতে বিশাল সমাবেশ করেছে স্কটল্যান্ডের হাজার হাজার মানুষ।

জাতীয় পতাকা হাতে রাজধানী এডিনবার্গে পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হন স্বাধীনতাপন্থীরা। স্বাধীনতার দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান বক্তব্য দেন।  

স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রায় অর্ধেক আসনের অধিকারী রাজনৈতিক দল দ্য স্কটিশ ন্যাশনাল পার্টি’র আহ্বানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, ২০১৪ সালে এক গণভোটে দশ শতাংশ ভোটের ব্যবধানে পিছিয়ে থাকায় স্কটল্যান্ডের স্বাধীনতার দাবি বাস্তবায়িত হয়নি। সে সময় স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মানুষ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি