ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

অনুসন্ধানী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১০ অক্টোবর ২০১৮

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে বুলগেরিয়ার বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের দুর্নীতিতে জড়ানোর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন ভিক্টোরিয়া মারিনোভা৷ তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তার আশা, হত্যাকারী শিগগিরই ধরা পড়বে৷ ৩০ বছর বয়সি ভিক্টোরিয়া মারিনোভা বুলগেরিয়ার উত্তরাঞ্চলের রুসে শহরকেন্দ্রিক টেলিভিশন চ্যানেল টিভিএন-এ কাজ করতেন৷ সম্প্রতি বুলগেরিয়ার কয়েকজন সাংবাদিক ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত অবকাঠামো উন্নয়নের কাজে দুর্নীতি সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন৷ ভিক্টোরিয়া মারিনোভা ছিলেন সেই প্রতিবেদনের অন্যতম প্রতিবেদক৷ শনিবার একটি পার্কে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ মাথায় আঘাত এবং শ্বাস রোধ করে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মনে করছে পুলিশ৷

রুসের স্থানীয় আইনজীবি জর্জি গিয়র্গিয়েভ জানিয়েছেন, ভিক্টোরিয়ার মৃতদেহ পাওয়া গেলেও ঘটনাস্থলে তার মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা ও পরনের কাপড়ের কিছু অংশ পাওয়া যায়নি৷

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন মারিনভ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ভিক্টোরিয়ার কাজের কোনেও সম্পর্ক আছে কি-না সে সম্পর্কে এখনেও নিশ্চিত হওয়া যায়নি৷

অন্যদিকে, প্রধানমন্ত্রী বয়কো বরিসভ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি নিশ্চিত যে, হত্যাকাণ্ডের তদন্ত শীঘ্রই সম্পন্ন হবে৷ রুসে শহরে সেরা অপরাধ বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে৷ দয়া করে তাদের ওপর অযথা চাপ বাড়াবেন না৷`

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই)-র মুক্ত সাংবাদিকতা বিষয়ক প্রতিনিধি, আরলেম দেসির টুইটারে ভিক্টোরিয়া মারিনোভা হত্যার নিন্দা করেছেন৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জরুরিভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে৷ এ বছর মুক্ত সাংবাদিকতার সূচকে ১৮০টি দেশের মধ্যে বুলগেরিয়াকে ১১১তম স্থানে রেখেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় অঞ্চলে সাংবাদিক নির্যাতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ গত এক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে খুন হওয়া তৃতীয় সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা৷ ২০১৭ সালের অক্টোবরে, মাল্টার সাংবাদিক, ব্লগার কারুয়ানা গালিজিয়া শক্তিশালী বোমার আঘাতে নিহত হন৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে গুলি করে হত্যা করা হয় স্লোভাক সাংবাদিক ইয়ান কুৎসিয়াককে৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি