ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রথম রাজকীয় ভ্রমণে হ্যারি-ম্যাগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:২৬, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি রাজকীয় ভ্রমণে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে পৌঁছেছেন। গত মে মাসে বিয়ের পর এটিই তাদের প্রথম সফর। অস্ট্রেলিয়া ছাড়াও ফিজি, টোঙ্গা এবং নিউজিল্যান্ডে ভ্রমণ করবেন তারা।    

নবদম্পত্তি ১৬ দিনের ভ্রমণ করবেন। শুরুতেই তারা শনিবার সিডনিতে পৌঁছেছেন। দেশগুলোর বিভিন্ন অনুষ্ঠানে তাদের যোগদানের কথা রয়েছে।  

তারা সিডনিতে অ্যাডমিরাল হাউসে উঠেছেন। এটি সিডনি হারবারের গভর্নর জেনারেল পিটার কসগ্রভের বাসভবন।যিনি অস্ট্রেলিয়ায় রানীর প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এই ভ্রমণে তারা চার্লস এবং ডায়নার পদাঙ্ক অনুসরণ করেছেন। কেননা বিয়ের পর চার্লস ও ডায়নার প্রথম রাজকীয় ভ্রমণ ছিল অস্ট্রিলিয়া এবং নিউজিল্যান্ডে।

এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান হ্যারি ও ম্যাগানকে স্বাগত জানিয়েছেন।

চলতি বছর মে মাসে হ্যারি ও ম্যাগানের বিবাহের সময় প্রায় ৪০ লাখ অস্ট্রেলিয়ান তাদের বিবাহ অনুষ্ঠান টিভিতে উপভোগ করেছে। এর মাধ্যমে বুঝাই যাচ্ছে যে, অস্ট্রেলিয়াতে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি