ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মা হচ্ছেন মেগান, বাবা হচ্ছেন হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। রাজকীয় ভ্রমণে এই দম্পতি বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে। গত মে মাসে বিয়ের পর এটিই তাদের প্রথম সফর। অস্ট্রেলিয়া ছাড়াও ফিজি, টোঙ্গা এবং নিউজিল্যান্ডে ভ্রমণ করবেন তারা। তবে এরই মধ্যে সুখবর দিলেন ব্রিটিশ রাজপরিবারের রাজবধূ মেগান মেরকেল।

জানালেন, আগামী বসন্তে (সামনের মার্চ-এপ্রিল) প্রিন্স হ্যারি ও তার ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি। মা হচ্ছেন মেগান, আর বাবা হচ্ছেন হ্যারি।

সোমবার দু’জনের রাজপ্রাসাদ কেনসিংটন প্যালেসের এক বিবৃতিতে এ শুভ সংবাদটি দেওয়া হয়েছে।

এদিকে নবদম্পত্তি ১৬ দিনের ভ্রমণে শনিবার সিডনিতে পৌঁছান। দেশগুলোর বিভিন্ন অনুষ্ঠানে তাদের যোগদানের কথা রয়েছে। তারা সিডনিতে অ্যাডমিরাল হাউসে ওঠেন। এটি সিডনি হারবারের গভর্নর জেনারেল পিটার কসগ্রভের বাসভবন। যিনি অস্ট্রেলিয়ায় রানীর প্রতিনিধি হিসেবে কাজ করেন।

উল্লেখ্য, গত ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মেরকেলের বিয়ে সম্পন্ন হয়।

সূত্র : বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি