ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই আনোয়ার ইব্রাহিমের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৭ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ার জনপ্রিয় রাজনীতিবিদ আনোয়ার ইবরাহিম এখনই মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। সুযোগ থাকার পরও তিনি এই মুহুর্তে মন্ত্রীত্ব নেবেন না। পার্টি কেডিলান রাকইয়াতের এ নেতা (পিকেআর) সোমবার পোর্ট ডিকসনের এমপি হিসেবে শপথ নেন। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।     

মঙ্গলবার চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে মন্ত্রিসভায় কোনো গুরুত্বপূর্ণ পদের দিকে তার নজর রয়েছে কি না- এর উত্তরে কৌতুক করে তিনি বলেন, ‘আপনারা কি আমাকে এমন কোনো পদের জন্য প্রস্তাব দিচ্ছেন? যদি আপনারা তাই করেন, তবে আমি পুনর্বিবেচনা করে দেখব।’

চলতি বছরের মে মাসে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে পাকাতান হারাপান জোট সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পরাজিত করে। আনোয়ারের পিকেআর এই জোটের অন্যতম শরিক।

চুক্তি অনুসারে মাহাথির মোহাম্মদের পরই আনোয়ার প্রধানমন্ত্রী হবেন। সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, আমি এখনও আমার আগের সিদ্ধান্তে অটল রয়েছি। মন্ত্রিসভার কোনো পদ দখল করার আমার কোনো পরিকল্পনা নেই। আমি আমার বর্তমান অবস্থায় ভালো আছি।’

তিনি আরও বলেন, মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই। ড. মাহাথির মোহাম্মদকে সরকার পরিচালনা করার সুযোগ দেয়া প্রয়োজন।’

৯৩ বছর বয়সেও ড. মাহাথিরের রাজনৈতিক শক্তির প্রশংসা করে আনোয়ার ইবরাহিম পোর্ট-ডিকসনের নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য ড. মাহাথিরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এ কারণেই যখন আমি উপনির্বাচনে জয়ী হই, তখন সবার আগে এই খবর আমি ড. মাহাথিরকে দিই। এমনকি পোর্ট-ডিকসনের এমপি হিসেবে শপথ পাঠের আগে আমি মাহাথিরকে বলেছি, আমার কাজ হচ্ছে তার নেতৃত্বে সরকারকে আরও বেশি স্থিতিশীল এবং শক্তিশালী করা।’

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি