ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

নিরাপত্তার স্বার্থে দেশ ছাড়লেন খাশোগির বড় ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৬ অক্টোবর ২০১৮

নিহত জামাল খাশোগির বড় ছেলে সালাহ খাশোগি পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে গেছেন। বৃহস্পতিবার তিনি সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সালাহ খাশোগি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ নাগরিক ছিলেন। কিন্তু তার উপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর চাপে সালাহের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় সৌদি সরকার।

এদিকে সালাহ খাশোগি এবং তার পরিবার ওয়াশিংটনে পৌঁছার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র রবার্ট পাল্লাডিনো জানান, সালাহ খাশোগি ফিরে আসায় আমরা খুশি।

এদিকে সালাহ খাশোগির বাবা জামাল খাশোগির হত্যার ঘটনায় সৌদি আরব একের পর এক মত পাল্টাচ্ছে।  

গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আসেননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিল, খাশোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন।

এর আগে সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন খাশোগি। হাতাহাতির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তাকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিলনা বলেও তারা দাবী করেন।

কিন্তু সম্প্রতি তুরস্কের তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে সৌদি আরবের এক কৌসুলী বলেন খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তথ্যসূত্র : এএফপি

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি