ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

চীনা এক কিন্ডারগার্টেনে ১৪ শিশু ছুরিকাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চীনের এক কিন্ডারগার্টেনে এক নারী স্কুলের শিশুদের ওপর ছুরিকাঘাত চালিয়েছে। এতে ১৪ জন শিশু আহত হয়েছেন।

আজ শুক্রবার চীনের বানান জেলার চংকিং শহরের ইউডং নিউ সেঞ্চুরি কিন্ডারগার্টেন এই ঘটনা ঘটে। ওই অঞ্চলের স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ সকালে ক্লাস করার  জন্য ওই স্কুলের শ্রেণীকক্ষে প্রবেশ করছিল স্কুলের শিক্ষার্থীরা। এমন সময় অজ্ঞাত এক নারী ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে থাকে।

ওই নারীর হামলায় কমপক্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ৩৯ বছর বয়সী ওই নারীকে আটক করা হয়েছে। অজ্ঞাত ওই নারীর বিষয়ে তদন্ত করছি আমরা।

তথ্যসূত্র : সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি