ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত

লায়নের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার লায়ন এয়ার লাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হওয়ার পর এর প্রযুক্তি বিষয়ক পরিচালক এবং কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছেন দেশটির পরিবহণমন্ত্রী। ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আন্তারা এ খবর দিয়েছে।
গত সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার জন্য ওড়ার ১৩ মিনিটের মধ্যে সমুদ্রের ওপর বিমানটি বিধ্স্ত হয়। এ ঘটনায় ১৮৯ আরোহীর সবাই নিহত হন।  
লায়ন এয়ারলাইন্সের টেকনিক্যাল ডিরেক্টর ও কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করা প্রসঙ্গে ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী বুদি কারিয়া সুমাদি বলেন, ‘আজকে আমরা লায়ন এয়ারলাইন্সের পরিচালককে বরখাস্ত করেছি। বেশ কয়েকজন টেকনিশিয়ানকেও বরখাস্ত করা হয়েছে।’

এ সময় তিনি সোমবারের দুর্ঘটনার কথা উল্লেখ করেন। তবে এসব বহিষ্কারাদেশ সাময়িক নাকি স্থায়ী তা পরিষ্কার নয়।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি