ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

তুরস্কে লাইভ প্রোগ্রামে উপস্থাপকের হার্ট অ্যাটাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৭, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবল ম্যাচ নিয়ে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন সুকরু ওতান নামে এক উপস্থাপক। ওই সময় চেয়ার থেকে মেঝেতে পড়ে যান তিনি। এ সময় স্টুডিওতে ছিলেন একজন অতিথি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ওই উপস্থাপকের কিছুদিন আগেই হার্টে সমস্যা ধরা পড়ে। এর ফলে ১০ দিন আগে পেসমেকারও লাগানো হয়।

টিভি চ্যানেলটি এক বিবৃতিতে জানায়, সম্প্রচারের সময় হঠাৎ করেই সুকরু ওতান অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে তখনই হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: ডেইলি মেইল

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি