ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মধ্যপ্রদেশে বাসের ধাক্কায় ৭ শিশুর প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মধ্যপ্রদেশে বাসের ধাক্কায় একটি স্কুলের ভ্যানের ড্রাইভারসহ সাত শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। পুলিশ সূত্রে বিবিষয়টি জানা গেছে, এটি পিটিআই এর খবর।  

ওই স্কুল পড়ুয়াদের বাবা-মায়ের উদ্দেশ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন। লিখেছেন, সাতনা পথ দুর্ঘটনার খবর সত্যিই খুবই দুঃখজনক। এই ঘটনায় যে বাচ্চার প্রাণ হারিয়েছে, তাদের বাবা-মাদের জন্য আমি খুবই ব্যথিত। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছি।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি