ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মারা গেছেন রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার মূল গোয়েন্দা সংস্থার প্রধান ইগোর কোরোবভ মারা গেছেন। অসুস্থতার কারণে বুধবার ৬৩ বছর বয়সী কোরোবভ মারা যান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মতে, কোরোবভ গোয়েন্দা সংস্থার নেতা হিসেবে তার কাজের স্বীকৃতি স্বরূপ হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন পুরষ্কার লাভ করেন। এটি রাশিয়ার সর্বোচ্চ সম্মাননা পদক।
কোরোবভ ১৯৮৫ সাল থেকে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। এছাড়াও তিনি মেইন ইন্টিলিজেন্ট ডাইরেক্টোরেটের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে তিনি মেইন ইন্টিলিজেন্স ডাইরেক্টরেট (জিআরইইউ) এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র : সিনহুয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি