ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে ২ যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৩ নভেম্বর ২০১৮

ভারতের দিল্লীতে নতুন উদ্বোধন হওয়া এক ব্রিজে চলন্ত বাইক থেকে সেলফি তুলতে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রচন্ড গতিতে যাওয়া বাইকটি ব্রিজের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে৷ তাই ঘটনাস্থলেই ওই দুই বাইক আরোহীর মৃত্যু হয়।

চলতি মাসে ভারতের প্রথম ‘অ্যাসিমেট্রিক্যাল কেবল স্টেইড’ প্রযুক্তিতে তৈরি সেতুর উদ্বোধন হওয়ার পর প্রথম এই দুর্ঘটনায় ঘটনা ঘটল৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক বাইকে যেতে যেতে সেলফি তোলার নেশায় মজেছিল৷ বাইকটির গতিও অনেক বেশি ছিল। পরে ব্যালেন্স হারিয়ে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে৷ বাইকটির গতিবেগ এতটাই ছিল ডিভাইডারে ধাক্কা মারার পর সেটি শূন্যে উঠে রেলিংয়ে ঝুলে যায়৷ বাইক আরোহীরা ব্রিজ থেকে নিচে পড়ে যায়৷ সেখানেই মৃত্যু হয় তাদের৷

দিল্লির সিগনেচার ব্রিজ চালুর পর থেকে এই ঝুলন্ত সেতুকে ঘিরে রাজধানীর তরুণদের একাংশের মধ্যে দেখা দিয়েছে অদ্ভুত উন্মাদনা। বিশেষ করে সেলফি তোলার হিড়িকে বার বার খবরের শিরোনামে এসেছে এই সেতু।

সেই সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক আইন উলঙ্ঘন করার ঘটনা৷ রাত বাড়লেই শুরু হয় গতির খেলা৷ তবে সবকিছুকে ছাপিয়ে বিজ্রের উপর একদল রূপান্তরকামীর নাচের ভিডিও৷

সম্প্রতি এই ব্রিজের উপর জামাকাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় নাচ করেন রূপান্তরকারীরা৷ সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এই ঘটনা সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দেয়৷ ঘটনাক পর নড়েচড়ে বসে পুলিশ৷

তথ্যসূত্র: কলকাতা২৪×৭

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি