ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের ওরাকজাইয়ে এক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের লোকজন বলে জানানো হয়েছে।দেশটির মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মাজারি হতাহতের এ সংখ্যা জানিয়েছেন।

শুক্রবার জেলার কালায়া এলাকার একটি জুমা বাজারের কাছে এ বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহতদেরকে কোহাটের কেডিএ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

শহরটির সহকারি কমিশনার আব্বাস খান রয়টার্সকে জানান, হামলাটি আত্মঘাতী ছিল। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানান তিনি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, প্রদেশকে শান্তিপূর্ণ দেখতে শত্রুদের ভালো লাগে না।

এর আগে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেট ভবনের কাছে বন্দুকধারীর হামলায় পুলিশের দুই সদস্য ও তিন জঙ্গি নিহত হন।

সূত্র: ডন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি